রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্শাল শাপোশনিকোভ যুদ্ধজাহাজ থেকে কালিবর ক্রুজ মিসাইল ও ইউরান ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মিসাইল দু’টি শত্রুর জাহাজ ধ্বংসে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বলে দাবি রাশিয়ার।
মহড়ায়, লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানারও দাবি করেছে দেশটি। অনুশীলনে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, বিমান এবং ড্রোনও অংশ নেয়।
এর আগে ভ্লাদিভস্তক বন্দর ছাড়ে রুশ নৌবহরের যুদ্ধজাহাজ ‘মার্শাল শাপোশনিকভ’।
জাপান সাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মহড়ার মধ্যেই এবার রাশিয়াও সামরিক অনুশীলন করলো। তবে সাম্প্রতিক সময়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা বলছে জাপান। দেশটির ‘তিনটি অ-পরমানু নীতি’ পুনর্বিবেচনার সম্ভাবনাও বেড়েছে।
এদিকে দীর্ঘদিন ধরে নিজ ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র তৈরি, রাখা বা স্থাপন না করার অঙ্গীকার করে আসছে জাপান। এ অবস্থায় জাপান সাগরে রাশিয়ার সামরিক অনুশীলন নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকে।
0 Comments