ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়, পুলিশসহ দেশের অসংখ্য ওয়েবসাইট হ্যাকড হয়েছে—এমনটি দাবি করেছেন হ্যাকাররা। তারা বলছে, বাংলাদেশে চলা ওয়েবসাইট আক্রমণের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।
হ্যাকড ওয়েবসাইটগুলোর মধ্যে হরিয়ানা বিধানসভার সরকারি সাইটও রয়েছে। সাইটগুলোতে বড় আকারে *“হ্যাকড বাই শেখ হাসিনা”* ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং গত বছরের ৫ আগস্টের আন্দোলনকে ইঙ্গিত করে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ছবি এবং ব্যঙ্গাত্মক স্লোগানও প্রদর্শন করা হয়েছে।
হ্যাকারদের প্রকাশিত পোস্টে ভারতীয় হ্যাকারদের উদ্দেশ্যে অবজ্ঞাসূচক বক্তব্য ও হুমকিও রয়েছে—তর্মধ্যে বলা হয়েছে, যদি কোনো বাংলাদেশি আইটি অবকাঠামো ভারতীয়দের দ্বারা আক্রান্ত হয় তবে “ভারতের সাইবার স্পেসকে নরকে পরিণত” করে দেওয়া হবে। তারা আরও দাবি করেছে, “কোন দেশের ওয়েবসাইট সবচেয়ে বেশি দুর্বল তা সবার জানা।”
হ্যাকাররা তাদের কার্যক্রমের প্রমাণ হিসেবে নিজেদের টেলিগ্রাম চ্যানেলে (অপারেশন/OpChaWala নামের চ্যানেল দাবি করা হচ্ছে) হ্যাকিং লিংক ও পোস্ট শেয়ার করেছে; সেখানে এখনও হ্যাকড নোটিশ দেখা যাচ্ছেন বলে তারা দাবি করছে।গত কিছু দিন ধরে ভারতীয় হ্যাকারদের দ্বারা বাংলাদেশি ওয়েবসাইটের ওপর আক্রমণের খবর জুড়ে ফেরার কথা ছিল—হাকিংয়ের এই নতুন ঘটনার সূত্রপাতেই মত রয়েছে যে বাংলাদেশি পক্ষ থেকেও প্রতিক্রিয়া হয়েছে। তবে এসব দাবির স্বতঃস্ফূর্ত স্বীকৃতি বা স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ এখনও সব ক্ষেত্রে প্রকাশিত হয়নি।এ ধরনের সাইবার হামলা সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সেবা ব্যাহত করার পাশাপাশি জনগণ ও সংস্থাগুলোর তথ্যগত নিরাপত্তা নিয়ে বড় উদ্বেগ তৈরি করে। ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন—তাত্ক্ষণিকভাবে সার্ভারগুলো আর্কাইভ এবং লগ (log) সংরক্ষণ করে তদন্ত শুরু করা, ও সাইবার নিরাপত্তা শক্তিশালী করা জরুরি। কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা তদন্ত ফলফলাফল এখনও প্রকাশিত হয়নি—চলমান ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট দেশীয় ও ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া গেলেই পরবর্তী খবর জানানোর ব্যবস্থা করা হবে।
0 Comments