Header Ads Widget

সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহতএ ঘটনায় আরও দুজন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

 

নিহত মাওলানা আবু সাঈদ খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমীর ছিলেন/সংগৃহীত

খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাইদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

‎শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। তিনি দাকোপের চালনা বিল্লালিয়া মাদ্রাসা মসজিদের ইমাম ও একই মাদ্রাসার শিক্ষক ছিলেন।

‎দলীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৩টার দিকে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের বহনকারী একটি বাস যাত্রাবিরতিতে ছিল। এ সময় আবু সাইদ বাস থেকে নেমে থেমে থাকা একটি গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন পেছন থেকে আসা রয়েল পরিবহনের একটি বাস থেমে থাকা গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই ঘটনায় আরও ৩ জন আহত হন।

‎ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘‘রাত ৩টার দিকে একটি সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ২ থেকে ৩ জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।”

‎এদিকে শনিবার (১৯ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত সমাবেশে খুলনা জেলা ও মহানগর থেকে ২৬০টি বাস ও ট্রেনের একটি বগি ভর্তি করে নেতা-কর্মীরা ঢাকায়ে গেছেন।

‎খুলনা মহানগর জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ১১০টি বাসের ব্যবস্থা করেছে। এসব যানবাহনে প্রায় ৭ হাজার নেতা-কর্মী ঢাকায় গেছেন। এছাড়া ট্রেনের একটি বগিও রিজার্ভ ছিল। পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও অনেকে সমাবেশে যোগ দিচ্ছেন।

‎অন্যদিকে, খুলনা জেলা জামায়াতের পক্ষ থেকেও নেওয়া হয়েছে আলাদা প্রস্তুতি। জেলা ইউনিটের আয়োজনে প্রায় ১৫০টি বাসে ঢাকায় যাচ্ছেন।

‎জামায়াতের খুলনা মহানগর সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল বলেন, “এই মহাসমাবেশে খুলনার নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। ইতোমধ্যে বেশিরভাগ গাড়ি ঢাকায় পৌঁছেছে।”

Post a Comment

0 Comments