ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে জাল টাকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ১ হাজার টাকা মূল্যের ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়।
বুধবার (২৭ আগস্ট) রাত ৮ টার দিকে আশুলিয়ার আমবাগান এলাকার মিজানুর রহমানের ভাড়াবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা হাউজিং এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার তন্নী (২৬) ও আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন (২৮)। সানজিদা আমবাগান এলাকার মিজানুর রহমানের বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার আমবাগান এলাকার একটি ভাড়া বাড়িতে কতিপয় জাল টাকার কারবারি বিপুল পরিমাণ জাল টাকার নোট নিয়ে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে রাত ৮ টার দিকে ওই এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া সানজিদার বাসা থেকে ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া সানজিদা সহ দুইজনকে আটক করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, রাতে ৪ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য যে, ২০১৯ সালের ১৯ ডিসেম্বর রাতে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আশুয়িলার নবীনগর এলাকার বাস কাউন্টারের সামনে থেকে সানজিদা আক্তার তন্নীকে গ্রেপ্তার করেছিল ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর প্রায় মাসখানেক আগে তার মা ও ছোট ভাইকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। তারা দীর্ঘদিন ধরে নবীনগর, ডেন্ডাবর, পল্লী বিদ্যুত, নিরিবিলি, নয়ারহাট ও বাইপাইল এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক দ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছিল বলেও জানায় ডিবি পুলিশ।
সূত্র: আশুলিয়া এক্সপ্রেস
0 Comments