রাজধানীর মালিবাগের আলোচিত শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় অবশেষে রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে পরিচালিত অভিযানে চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে শম্পা জুয়েলার্সের বলে শনাক্ত করা বিপুল পরিমাণ স্বর্ণালংকার, যার মধ্যে প্রায় ১৯০ ভরি উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতার চারজনই পেশাদার ও সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন জুয়েলারি দোকানে নজরদারি চালিয়ে আসছিল এবং সুযোগ বুঝে মালিবাগের ফরচুন শপিং মলে এই বড় চুরির ঘটনা ঘটায়।
চুরির ঘটনায় দোকান মালিক জানান, গত ৮ অক্টোবর গভীর রাতে চোরেরা দোকানের তালা ভেঙে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি করে পালায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বোরকা পরা দুই ব্যক্তি ভল্ট ও ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার পর র্যাব, ডিবি ও স্থানীয় থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (১৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে গ্রেফতার চার সদস্যের পরিচয়, চুরির পরিকল্পনা এবং উদ্ধারকৃত স্বর্ণের বিস্তারিত তথ্য প্রকাশ করে। এছাড়া চক্রের আরও কয়েকজন সদস্যকে শনাক্ত করা হয়েছে, যাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চোরদের দ্রুত গ্রেফতার ও স্বর্ণ উদ্ধারের দাবি জানিয়েছিল। ডিবির এই সফল অভিযানে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। চুরি যাওয়া স্বর্ণের প্রায় বর্তমান বাজারমূল্য ১০ কোটি টাকা বলে দোকান মালিকের দাবি।
0 Comments