Header Ads Widget

নারী এশিয়ান কাপ: বাংলাদেশের ম্যাচসূচি


‎আগামী বছরের ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার তিন শহর সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। আজ টুর্নামেন্টের ড্র হলেও ফরম্যাট ও ফিকশ্চার আরও আগেই নির্ধারিত হয়েছিল। ড্রতে বাংলাদেশ ‘বি’ গ্রুপের তৃতীয় নম্বর দল হওয়ায় সিডনি ও পার্থ দুই শহরে গ্রুপপর্বের তিনটি ম্যাচ খেলতে হবে।অস্ট্রেলিয়া স্বাগতিক হিসেবে ‘এ’ গ্রুপের প্রথম দল। তারা গ্রুপের তিনটি ম্যাচ তিন ভেন্যুতে খেলবে। ফলে ‘এ’ গ্রুপের অন্য দু’টি দলকেও গোল্ডকোস্ট ছাড়া সিডনি ও পার্থ ভ্রমণ করতে হবে। শুধুমাত্র ‘এ’ গ্রুপের তৃতীয় দল ইরান গোল্ডকোস্টে তিন ম্যাচ খেলবে।


‎‘বি’ গ্রুপের ছয় ম্যাচের পাঁচটি রয়েছে সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। শুধুমাত্র ‘বি’ গ্রুপের তৃতীয় ও চতুর্থ দলের মধ্যকার ম্যাচটি পার্থের র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপের তৃতীয় ও চতুর্থ নম্বর দল বাংলাদেশ এবং উজবেকিস্তানকে প্রথম দুই ম্যাচ সিডনির পর তৃতীয় ম্যাচ খেলতে পার্থ রওনা হতে হবে। ফিকশ্চারে ভেন্যু ও তারিখ থাকলেও ম্যাচের সময় এখনও দেয়নি এএফসি ও স্বাগতিক অস্ট্রেলিয়া।


‎‘সি’ গ্রুপের ছয় ম্যাচের পাঁচটি ম্যাচই হবে পার্থে। ‘সি’ গ্রুপে তৃতীয় ও চতুর্থ নম্বর দলের মধ্যকার ম্যাচটি সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে হবে। এতে ভারত ও চাইনিজ তাইপে গ্রুপের শেষ ম্যাচ খেলতে পার্থ থেকে যাবে সিডনিতে।৫ম টি-টোয়েন্টি

‎ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া: ভোর ৫টা, টি স্পোর্টস

‎ত্রিদেশীয় যুব ওয়ানডে

‎জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা: বেলা ১-১৫ মি., ইউটিউব/জিম্বাবুয়ে ক্রিকেট

‎ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস

‎অস্ট্রেলিয়া-পাকিস্তান: বেলা ২টা, স্টার স্পোর্টস ১

‎ভারত-ওয়েস্ট ইন্ডিজ: সন্ধ্যা ৬টা, স্টার স্পোর্টস ১

‎কে

 

Post a Comment

0 Comments