Header Ads Widget

৩ বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সত

ঢাকা নিউজ ৩৬.


চলমান মৌসুমি বায়ুর প্রভাবে দেশের তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (৩১ জুলাই) আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলায় ভূমি ধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণের কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম নগরীর কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এর আগে গতকাল দেয়া আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ বেশি আছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা ট্রলার ও মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। 

Post a Comment

0 Comments