Header Ads Widget

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়

 

প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছিল বাংলাদেশ। সিরিজ জয়ের জন্য দ্বিতীয় ম্যাচেও জয়ের বিকল্প ছিল না। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ পাকিস্তানকে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো ফখর জামানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করলো বাংলাদেশ।

মঙ্গলবার (২২ জুলাই) মিরপুরে দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে নড়বড়ে ব্যাটিংয়ের পরও জাকের আলীর হাফ সেঞ্চুরির ওপর ভর করে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৩ রান করে লিটনরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। ১৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। নিজের প্রথম ওভারে পর পর ২ বলে হাসান নেওয়াজ ও মোহাম্মদ নেওয়াজকে ফিরিয়ে পাকিস্তানের স্কোরটাকে ১৫/৫ বানিয়ে দেন তানজিম হাসান। দুই নেওয়াজকেই উইকেটকিপার লিটন দাসের ক্যাচ বানিয়েছেন বাংলাদেশের এই পেসার। হাসান ৬ বলে ও মোহাম্মদ নেওয়াজ ১ বল খেলে রানের খাতা খুলতে পারেননি।

বোলারদের দাপটে শুরু থেকেই চাপে পড়ে যায় পাকিস্তান। দ্বিতীয় ওভারে প্রথম বলে চার হাঁকানোর পর পাকিস্তানের পরবর্তী বাউন্ডারি আসে ৩৮ বল পর। ম্যাচের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক সালমান আগা। ২৩ বলে ৯ রান করে লং অনে তাওহিদ হৃদয়কে ক্যাচ দিয়ে মাঠ ত্যাগ করেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ২০ ওভারে ১০/১৩৩: (জাকের ৫৫, মেহেদী ৩৩, পারভেজ ১৩; মির্জা ২/১৭, দানিয়াল ২/২৩, আব্বাস ২/৩৭)

Post a Comment

0 Comments