Header Ads Widget

২০২৬ বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হতে যেভাবে আবেদন করবেন

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হওয়ার সুযোগ খুলে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই আসরে নির্বাচিত স্বেচ্ছাসেবীরা ম্যাচ আয়োজন, দর্শক সেবা, লজিস্টিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশ নেবেন।

 ৪৮ দলের এই বিশ্বকাপ চলবে ছয় সপ্তাহ ধরে, যেখানে প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবীর অংশগ্রহণ প্রত্যাশা করছে ফিফা। তারা স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র, বিমানবন্দর, হোটেলসহ ১৬টি শহরে ২৩ ধরনের কার্যক্রম পরিচালনায় সহায়তা করবেন।

 ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘স্বেচ্ছাসেবীরা ফিফা টুর্নামেন্টের হৃদয়, আত্মা ও হাসি। আমরা চাই আগ্রহীরা ২০২৬ সালে আমাদের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বকে স্বাগত জানাক।’ আবেদনের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। 

ইংরেজি ভাষায় দক্ষতা বাধ্যতামূলক। মেক্সিকোতে কাজের জন্য স্প্যানিশ এবং কানাডায় কাজের জন্য ফরাসি ভাষা জানা থাকলে তা বাড়তি সুবিধা দেবে। অন্যান্য ভাষাজ্ঞানও অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনের সময়সীমা আগস্ট থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। নির্বাচিত স্বেচ্ছাসেবীরা আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত মোট আটটি শিফটে কাজ করবেন। আগ্রহীরা আবেদন করতে  এই লিংকে পারবেন  

Post a Comment

0 Comments