Header Ads Widget

‎নাটোরের গুরুদাসপুর শরিফুল ইসলাম শাহ এর মুরুব্বিদের নিয়ে নৌকা ভ্রমণ ও বৃক্ষরোপণ


‎নাটোরের গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর গ্রামে স্থানীয়

২নং বিয়াঘাট ইউপি সদস্য শরিফুল ইসলাম শাহ এর ব্যক্তিগত উদ্যোগে এলাকার প্রবীণ মানুষদের জন্য একটি ব্যতিক্রমধর্মী নৌকা ভ্রমণের আয়োজন করেন।

 এদিন ৬০ থেকে ৭০ বছর বয়সী প্রায় ৯০থেকে ১০০ জন প্রবীণ মুরুব্বিদের নিয়ে  নৌকা ভ্রমণে বের হন। প্রবীণদের আনন্দ দিতে গানের ব্যবস্থাও করেন। গ্রামের প্রবীণদের এবং সবাইকে একটি করে পাঞ্জাবি ও ফতুয়া প্রদান করেন।  

গ্রামের প্রবীণদের নিয়ে ভ্রমণের এই আয়োজনটি ছিল শুধু বিনোদনের জন্য নয়, বরং তাদের মানসিক প্রশান্তি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার প্রয়াস। সকাল থেকে শুরু হওয়া এই ভ্রমণ চলনবিল এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝ দিয়ে চলতে থাকে।

 ভ্রমণ পথে তিসিখালী হযরত ঘাশি দেওয়ান (রঃ)  মাজারের যাত্রাবিরতি দিয়ে সবাই ধর্মীয় আচার পালন করেন এবং মাজার জিয়ারত করেন ও বৃক্ষরোপন করেন  এরপর ভ্রমণকারীরা সিংড়া  পয়েন্ট ও কন্দই  সেতু ঘুরে দেখেন। চলনবিলের বিস্তীর্ণ জলরাশির দৃশ্য তাদের মনকে প্রশান্ত করে তোলে। 

সবশেষে দলটি বিলশাহ বিলে পৌঁছায়। এখানে তারা কিছু সময় কাটান, আড্ডা-গল্প করেন ও হাসি-আনন্দে মেতে ওঠেন। 

শরিফুল ইসলাম শাহ বলেন, “আমার গ্রামের বয়স্ক মানুষগুলো আমাদের সম্পদ। তাদের আনন্দ দেওয়াই আমার মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এরকম সামাজিক ও মানবিক আয়োজন অব্যাহত থাকবে।”





Post a Comment

0 Comments