আজ শনিবার (২৩-০৮-২০২৫ইং) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা করণে সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ডে (রাজা বাড়ী) বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক এর আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোস্তফা সরদারের সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আরিফুর রহমান, আব্বাসউদ্দিন পাপ্পু, মোঃ শহিদুল ইসলাম, সাভার পৌর যুবদল নেতা মনির হক সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত উঠান বৈঠকটি সঞ্চালনা করেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য মোহাম্মদ আইয়ুব খান বলেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লোক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোক, খালেদা জিয়ার লোক, তারেক রহমানের লোক। তাই আমরাও জনাব তারেক রহমান এবং খালেদা জিয়াকে বলব, বিগত দিনে এই সরকারের এই দলের সাথে কারা কারা বেইমানি করেছে, কারা এই দলকে ভাঙতে চেয়েছিল, কারা এই দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, যার ফলশ্রুতিতে এই দেশে ১৭টি বছর এই দলের নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের উদ্ভব ঘটেছে, তার জন্য কিন্তু কেউ কেউ চক্রান্ত করেছে।
0 Comments