Header Ads Widget

আশুলিয়ায় বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার, দুর্ধর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৩

 


ঢাকার সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী আল-আমিন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর একটি আভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।

এর আগে বৃহস্পতিবার রাতে সাভারের বালিয়ারপুর, দেওয়নবাড়ী ও আশুলিয়ার পাড়াগ্রাম এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- দুর্ধর্ষ সন্ত্রাসী আল-আমিন ও তার দুই সহযোগী রাজিব হোসেন (৩৮) এবং জুয়েল মিয়া (৪৫)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সাভারের বালিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে থেকে আল আমিনকে গ্রেপ্তার করা হয় এবং পরে সাভারের দেওয়নবাড়ী এলাকা হতে জুয়েল মিয়া (৪৫) কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আশুলিয়ার পাড়াগ্রাম এলাকা থেকে রাজিব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ইতোপূর্বে আল-আমিনকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও সে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি করে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তার আসামিরা আন্ত:জেলা সন্ত্রাসী কার্যকলাপ ও ডাকাতির সাথে জড়িত। তারা আন্ত:জেলায় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, দেশী ও বিদেশী অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে ডাকাতি, বিভিন্ন এলাকায় বাড়ি ঘর চিহ্নিত করে ডাকাতি, বিভিন্ন মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে বাস, ট্রাক, গার্মেন্টস পন্যবাহী কাভার্ডব্যানে ডাকাতি করে থাকে।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments