ন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে তার উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে রবিবার (১৭ আগস্ট) চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এদিন প্রথমে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আব্দুস সামাদ। পরে মিজান নামে আরেকজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য প্রদান করেন।
অষ্টম সাক্ষী হিসেবে খুলনার শিক্ষার্থী নাঈম শিকদার ট্রাইব্যুনালে তার বর্ণনা দেন। একইসঙ্গে আশুলিয়ায় আন্দোলনের সময় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় জীবিত অবস্থায় শহীদ হওয়া শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজলের মা আদালতে উপস্থিত হয়ে কান্নাজড়িত কণ্ঠে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদেরসহ অভিযুক্তদের বিচার দাবি করেন।
গত ১০ জুলাই এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগে তাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের সময় পরিকল্পিত হত্যাকাণ্ড, গুম ও দমন-নিপীড়নের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়
0 Comments