স্বাস্থ্য সচিব সাইদুর রহমান বলেছেন, প্রবীণদের বিশেষ যত্নের মাধ্যমে নিজের বার্ধক্যের প্রস্তুতি নিন। মানবকল্যাণ হিসেবে স্বাস্থ্যসেবায়, আমাদের যার যার উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। বাড়িতে বসে যারা সেবা পাচ্ছেন না হাসপাতালে যাওয়ার মতো সক্ষমতা নেই; তারা আসলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা যারা সুস্থ, সক্ষম ও সবল রয়েছি তাদের দায়িত্ব হলো যেসব বাবা-মা হাসপাতালে যেতে পারেন না তাদের সেবা নিশ্চিত করা।
শুক্রবার (২২ আগস্ট) নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুরে বৃদ্ধদের জন্য আয়োজিত দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এখানে কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলেছি। দুইটা পরিবারের কথা শুনলাম বাড়িতে খাবার নাই, ওষুধ নাই।
আমাদের সবার দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। বিত্তবানদের এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে
সচিব বলেন, মানবকল্যাণে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। বৃদ্ধদের বিষয়ে আমাদের ভাবতে হবে।
এ সময় দুবাই চ্যারিটি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ব্রাদার্স রাসেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর, রাজশাহী বিভাগীয় পরিচালক হাবিবুর রহমান, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, বাংলাদেশ অ্যাডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান এনামুল হক খন্দকার, অর্থো সার্জন অধ্যাপক ডা. আবু বকর সিদ্দিক, নিটোর অর্থো সার্জন ডা. মো. জহিরুল ইসলাম, দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম, নাটোর, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জের সিভিল সার্জনসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার মো. শামছুল ইসলাম, চ্যানেল ২৪ এ সিনিয়র রিপোর্টার ইমদাদ হক, যুগান্তরের সিনিয়র সাব-এডিটর এমদাদুল হক, আর টিভির সাব-এডিটর কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ওই ফ্রি স্বাস্থ্যক্যাম্পে গাইনি, মেডিসিন, হাড়-জোড়, কার্ডিওলোজি, চক্ষু, চর্ম ও শিশু বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন।
0 Comments