Header Ads Widget

মাঠে ডিম পেড়েছে পাখি, ১ মাসের জন্য নিষিদ্ধ হলো খেলা!


 অস্ট্রেলিয়ায় একটি খেলার মাঠ ১ মাসের জন্য বন্ধ করেছে সেদেশের কর্তৃপক্ষ। একটি সংরক্ষিত প্রজাতির পাখি মাঠের ঠিক মাঝ বরাবর ডিম পাড়ায় নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

ক্যানবেরা শহর থেকে প্রায় ২০ মিনিট দূরত্বে অবস্থিত জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে আসা খেলোয়াড়রা হঠাৎ করেই জানতে পারেন, মাঠের কেন্দ্রস্থলে একটি প্লোভার পাখির বাসা রয়েছে এবং তাতে ডিম রয়েছে। ফলে নিরাপত্তার স্বার্থে খেলা স্থানান্তর করে পাশের আরেকটি মাঠে নিয়ে যাওয়া হয়।

প্লোভার পাখি সাধারণত ডিম দেয়ার পর অত্যন্ত রক্ষণশীল এবং ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে পরিচিত। এ সময় তারা ডানা ঝাপটে, তীব্র শব্দ করে এবং ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে বাসার কাছ থেকে অনধিকার প্রবেশকারীদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করে।

স্থানীয় কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, প্লোভারের বাসা রক্ষার জন্য ওয়াইল্ডকেয়ার নামক বন্যপ্রাণী সংস্থার পরামর্শ অনুযায়ী মাঠে কোনো খেলা না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশের মাঠে ক্লাবগুলোর খেলা চলবে। ফুটবল দলগুলোর সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কাউন্সিল।





Post a Comment

0 Comments