ঢাকার সাভারে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহেল (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশ।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানার আলমনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সোহেল সাভার উপজেলার বলিয়ারপুর এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে। তার নামে পূর্বে অন্তত পাঁচটি মাদক মামলা রয়েছে।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের আলমনগর এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।
0 Comments