সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক ম্যাচ হাতে রেখেই নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।সোমবার (১ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে ডাচদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা।
সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচেও ছিল দারুণ ছন্দে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস থেমে যায় মাত্র ১০৩ রানে। জবাবে ৪১ বল হাতে রেখেই ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা নেদারল্যান্ডসের ইনিংসটা শুরু থেকেই ছিল চাপে। পাওয়ার প্লেতেই তিন উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে সফরকারীরা।
বিশেষ করে নাসুম আহমেদ ছিলেন দুর্দান্ত। নিজের প্রথম ওভারের টানা দুই বলে তুলে নেন ম্যাক্স ও’ডাউড (৮) ও তেজা নিদামানুরুর (০) উইকেট।এরপর তাসকিনের বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন ওপেনার বিক্রমজিৎ সিং।মাঝের সময়টায় অধিনায়ক স্কট এডওয়ার্ডস চেষ্টা করলেও সফল হতে পারেননি। ৯ রানেই থামতে হয় তাকে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নেদারল্যান্ডস শেষ পর্যন্ত ১৮তম ওভারে ১০৩ রানেই অলআউট হয়।
একমাত্র লড়াই করেছেন আরিয়ান দত্ত। ২৪ বলে করেন ৩০ রান।বাংলাদেশের হয়ে নাসুম নেন সর্বোচ্চ ৩ উ4ইকেট। তাসকিন ও মোস্তাফিজ পেয়েছেন ২টি করে উইকেট। শেখ মাহেদী ও তানজিম হাসান সাকিব শিকার করেন একটি করে। জয়ের সহজ লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিলেন ওপেনার পারভেজ ইমন। যদিও ইনিংস বড় করতে পারেননি, ২১ বলে ২৩ রান করে ফিরেছেন। তবে অন্য প্রান্তে ছিলেন তানজিদ তামিম দুর্দান্ত ছন্দে।
লিটন দাসকে সঙ্গে নিয়ে গড়েন ৫০ রানের জুটি। ব্যক্তিগতভাবে ৩৯ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪০ বল খেলে অপরাজিত থাকেন ৫৪ রানে। লিটনের ব্যাট থেকে আসে ১৮ রান।সব মিলিয়ে মাত্র ১১.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। সিরিজে ২-০ তে এগিয়ে থেকে নিশ্চিত করে সিরিজ জয়।এ ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তানজিদ, তবে বোলিংয়ে বাজিমাত করেছেন নাসুম আহমেদ। প্রথম ওভারে জোড়া আঘাত হানার পর নিয়েছেন আরও একটি উইকেট।তার বোলিংয়েই মূলত ভেঙে পড়ে ডাচদের টপ অর্ডার।
এরই মধ্যে সিরিজ নিশ্চিত করলেও সামনে রয়েছে আরেকটি ম্যাচ। হোয়াইটওয়াশের সুযোগ এখন বাংলাদেশের সামনে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, সিলেটে।
0 Comments