ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। পশ্চিমা বিশ্বের চার মিত্রদেশের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হবে না।”
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, রোববার (২১ সেপ্টেম্বর) দেশগুলো পৃথকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এর ফলে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে এখন পর্যন্ত ১৫১টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গাজায় প্রায় দুই বছর ধরে ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রেক্ষাপটে পশ্চিমা শক্তিধর দেশগুলোর এই স্বীকৃতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ খুব শিগগিরই জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে।
তবে এই পদক্ষেপের কড়া বিরোধিতা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, “৭ অক্টোবরের ভয়াবহ হত্যাযজ্ঞের পর যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছেন, তাদের কাছে আমার স্পষ্ট বার্তা— আপনারা সন্ত্রাসবাদকে বিশাল পুরস্কার দিচ্ছেন। আমার আরেকটি বার্তা আছে— এটা কখনো ঘটবে না। জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না।”
টাইমস অব ইসরায়েল জানায়, রোববার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে নেতানিয়াহু বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য ভয়াবহ হুমকি। তিনি দাবি করেন, জাতিসংঘে তিনি বিশ্বকে ইসরায়েলের সত্য তুলে ধরবেন। তাঁর ভাষায়, “এটি অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ন্যায়সঙ্গত সংগ্রামের সত্য। সত্যিকারের শান্তির জন্য আমাদের দৃষ্টিভঙ্গি হলো— শক্তির মাধ্যমে শান্তি।”
নেতানিয়াহু আরও জানান, জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ শেষে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।
সূত্র: রয়টার্স ও টাইমস অব ইসরায়েল
0 Comments