Header Ads Widget

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা নিখোঁজ


কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মো. আহানাফ (১৭) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে লাবণি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আহনাফ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা বলে জানা গেছে।

 ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি শুরু করে। রাত ১২টার দিকে কলাতলী পয়েন্টে উদ্ধার তৎপরতা চালাতে দেখা যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে। কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, “সৈকতের বিভিন্ন পয়েন্টে আমরা খোঁজ চালাচ্ছি। সম্ভাব্য সব উপায়ে চেষ্টা করছি যেন তাকে পাওয়া যায়।”

পরিবার সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে অবকাশযাপনে কক্সবাজারে এসেছিলেন আহনাফ। রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে গোসলে নামলে তিনি নিখোঁজ হন। এ সময় আরও দুইজন পর্যটক পানিতে তলিয়ে গেলেও উদ্ধারকর্মীরা তাদেরকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে আহনাফের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি।

সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, “দুপুরে তিনজন পর্যটক নিখোঁজ হয়েছিলেন। রেসকিউ টিম ও উদ্ধারকারী বোটের সহযোগিতায় দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু আহনাফ এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে আমাদের প্রচেষ্টা চলছে।”

নিখোঁজের ঘটনায় ক্রিকেটার মুশফিকুর রহিম সাংবাদিকদের বলেন, “আমরা অনেক চেষ্টা করেছি। ডিসি, প্রশাসনসহ সবাই সহযোগিতা করছেন। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।”

কক্সবাজারে পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা নতুন নয়। গত ৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অরিত্র হাসান (২২) একইভাবে সাগরে নিখোঁজ হন। দুই মাস পার হলেও তাকে পাওয়া যায়নি।

সি সেইফ লাইফগার্ডের পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে কক্সবাজার সৈকতে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন পর্যটক। একই সময়ে উদ্ধার করা হয়েছে আরও ৭৮ জনকে।

Post a Comment

0 Comments