Header Ads Widget

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৯ জনের মৃত্যু, নিহত ছাড়াল ৫৯ হাজার ৫০০

 

‎গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার বিমান ও স্থল হামলায় মৃত্যু বেড়েই চলেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত পর্যন্ত নিহতের সংখ্যা ৫৯ হাজার ৫৮৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৮৯ জন, আহত হয়েছেন আরও ৪৫৩ জন ফিলিস্তিনি।

‎সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।
‎তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর সহিংসতায় এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন কিংবা রাস্তায় পড়ে আছেন। তাদের উদ্ধারে প্রতিবন্ধকতার কারণে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

‎এছাড়া বৃহস্পতিবারের মধ্যে আরও ২৭৯ জনের পরিচয় নিশ্চিত করে তাদের নাম সরকারি তালিকায় যুক্ত করা হয়েছে, ফলে হঠাৎ করে নিহতের সংখ্যা বেড়ে যায়।

‎স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন আরও ২৩ জন এবং আহত হয়েছেন অন্তত ৬৮ জন। গত ২৭ মে থেকে শুরু করে এ পর্যন্ত শুধু ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১,০৮৩ জন এবং আহত হয়েছেন ৭,২৭৫ জন।

‎ইসরায়েল চলতি বছরের ১৮ মার্চ থেকে আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযানে নামে, যার ফলে পূর্ববর্তী যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে পড়ে। এরপর থেকে আরও ৮ হাজার ৪৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৩১ হাজার ৪৫৭ জন আহত হন।

‎এই অব্যাহত সহিংসতায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি, আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) গণহত্যার অভিযোগে মামলা চলমান রয়েছে


Post a Comment

0 Comments