Header Ads Widget

বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা-২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন

রাউফুর রহমান পরাগ : নিবাচর্ন কমিশন কতৃর্ক সদ্য ঘোষিত আসন পূর্ণ বিন্যাসে সাভারের বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা -২ কেরানীগঞ্জ আসনে অন্তর্ভুক্তি এর বিরুদ্ধে এবং ঢাকা - ১৯ আসনে এই ইউনিয়ন দুটি বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। 


সকালে সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসুচী পালন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় হাতে হাত ধরে কয়েক হাজার এলাকাবাসী অংশ গ্রহণ করেন। 

এসময় মানববন্ধনে উপস্থিত ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, আমরা বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঢাকা -১৯ আসনের সাথে থাকতে চাই। আমরা ঢাকা -২ আসনে যেতে চাইনা। আমাদেরকে ঢাকা -২ আসনে অন্তভুক্তি করলে আমাদের দুর্ভোগ বাড়বে। তাই আমরা সারা জীবন ঢাকা -১৯ আসনে ছিলাম ও ভবিষৎেও থাকতে চাই।


এসময় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ঢাকা -১৯ আসনে না রাখলে আমরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করবো। তাই বর্তমান সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমাদের দাবি আমরা ঢাকা -১৯ আসনে থাকতে চাই।

সাভারের বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়ন ঢাকা -২ আসনে অন্তর্ভুক্ত করলে প্রায় ছয় লাখের বেশী জনগণের জনদুর্ভোগ বাড়বে। এছাড়াও এলাকাবাসী বলেন দ্রুত এর সমাধান করা না হলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।

Post a Comment

0 Comments