আসন পুনর্নির্ধারণ: কুমিল্লা অঞ্চলের দাবী-আপত্তির শুনানি শুরু করেছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে দাবী ও আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে এ শুনানি শুরু হয়। প্রথম পর্বে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫ আসনের সীমানা নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এতে আপত্তিকারী ও তাদের আইনজীবীরা উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন।
শুনানির সূচনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন,
“আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবী-আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। আপনাদের আবেদনগুলো গুরুত্বসহকারে বিবেচনা করেছি। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরুন।”
ইসি সচিব জানান, আজ দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১ আসনের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩ এবং লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের দাবি-আপত্তি শোনা হবে।
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন এ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছে ইসি।
0 Comments