ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আলোচিত অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই ১৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার কথা জানানো হয়।
তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘পলায়নের শাস্তিযোগ্য অপরাধে’ অভিযুক্ত হওয়ায় তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল। সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন।
২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগের সরকারপতনের পর থেকেই পুলিশের এ কর্মকর্তারা আর কর্মস্থলে যাচ্ছিলেন না। তাদের কেউ কেউ ইতোমধ্যে দেশের বাইরে চলে গেছেন বলে গুঞ্জন রয়েছে।
কর্মস্থলে অনুপস্থিতির কারণে এর আগে কয়েক ডজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হলেও নানা কারণে আলোচিত ডিবির হারুনের বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া হল আওয়ামী লীগের সরকার পতনের এক বছর পর।
0 Comments