Header Ads Widget

আর্জেন্টিনায় সমর্থকদের সহিসংতায় ম্যাচ পণ্ড, আহত ১০ ও আটক ৯০


আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে গত বুধবার (২০ আগস্ট) ক্লাব ইন্ডিপেনডিয়েন্ট ও ইউনিভার্সাইড ডি চিলির মধ্যকার ম্যাচে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। স্থানীয় পুলিশ আটক করেছে ৯০ জনকে।

আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে গত বুধবার (২০ আগস্ট) ক্লাব ইন্ডিপেনডিয়েন্ট ও ইউনিভার্সাইড ডি চিলির মধ্যকার ম্যাচে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। স্থানীয় পুলিশ আটক করেছে ৯০ জনকে। দক্ষিণ আমেরিকান অঞ্চলের ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল আয়োজিত বার্ষিক ক্লাব প্রতিযোগিতা কোপা সুদামেরিকানায় একটি ম্যাচে এ সংঘর্ষের ঘটনা ঘটে। লিবারটেডর্স স্টেডিয়ামে আঞ্চলিক এই প্রতিযোগিতায় শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ ছিল এটি। 

 
ম্যাচের বিরতির সময় সংঘর্ষের সূচনা হয়। এ সময় গ্যালারিতে থাকা সমর্থকদের মাঝ থেকে মাঠের ভেতর বিভিন্ন বস্তু ছুঁড়ে মারা হয়, যার মধ্যে ছিল একটি স্টান গ্রেনেড। বিরতির পরপরই প্রাথমিকভাবে ম্যাচটি বন্ধ করা হয়, পরবর্তীতে বাতিল করা হয়। এমন পরিস্থিতিতে চিলির এক সমর্থক প্রতিপক্ষ সমর্থকদের আক্রমণ থেকে বাঁচতে স্ট্যান্ড থেকে লাফিয়ে পড়েন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্টেডিয়ামের বাইরে থেকে ৯০ জনকে আটক করা হয়েছে, কারণ তারা ঝামেলা সৃষ্টি করার করেছিল। এবং তাদের ইতোমধ্যেই পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। 
 
৪৮ মিনিটের ম্যাচটি যখন পরিত্যক্ত হয়, তখন ম্যাচের ফলাফল ছিল ১-১। প্রথম লেগে চিলির ক্লাব তাদের মাঠে জিতেছিল ১-০ ব্যবধানে। অন্যদিকে এই সংঘর্ষের ঘটনায় উভয় ক্লাবের পক্ষ থেকেই নিন্দা জানানো হয়েছে।



Post a Comment

0 Comments