আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ভূঞাপুর উপজেলা। ধারাবাহিক জয়ে এগিয়ে থেকে ফাইনালে ধনবাড়ীকে ২–০ গোলে হারিয়ে জেলা চ্যাম্পিয়নের মুকুট পরে নেয় ভূঞাপুরের শিক্ষার্থীরা।
জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয় ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। পরে জেলা পর্যায়ে নাগরপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দলটি। গোপালপুরকে ১–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এবং টাঙ্গাইল সদরকে ৪–০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে।সোমবার (১৩ অক্টোবর) বিকালে ফাইনালে ধনবাড়ী উপজেলা চ্যাম্পিয়ন দলকে ২–০ গোলে হারিয়ে জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে ভূঞাপুরের ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। এসময় মাফিদুল ইসলাম মিশাল সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পরে জেলা প্রশাসক শরীফা হকের হাত থেকে ট্রফি গ্রহণের পর বিজয়ের আনন্দে মেতে ওঠে খেলোয়াড় ও সমর্থকরা।
এই সাফল্যের মাধ্যমে ভূঞাপুরের শিক্ষাঙ্গনে যুক্ত হলো নতুন এক গৌরব অধ্যায়। স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, জাতীয় পর্যায়েও বিদ্যালয়টি সাফল্য অর্জন করবে।বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ইব্রাহীম খলিল বলেন, শহরের বড় বড় বিদ্যালয়ের মতো আমাদের খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত সরঞ্জাম কিংবা নিয়মিত প্রশিক্ষণের সুযোগ নেই। তারপরও তারা কঠোর পরিশ্রম করে এই সাফল্য অর্জন করেছে। গ্রামের বিদ্যালয় হিসেবে গ্রামবাসীর সহযোগিতা ও উৎসাহ সত্যিই প্রশংসনীয়।
প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার সেলিম বলেন, এই অর্জন শুধু আমাদের বিদ্যালয়ের নয়, এটি ভূঞাপুরের গৌরব। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।
এদিকে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় রাতে উপজেলা মিলনায়তনে খেলোয়ারদের জন্য এক সংবর্ধনার আয়োজন করে ভূঞাপুর উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় থানার ওসি এ কে এম রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়া, সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউএনও মো. মাহবুব হাসান বলেন, 'বিদ্যালয়টি আমাদের ভূঞাপুরের মুখ উজ্জ্বল করেছে। এ অর্জনে আমরা গর্বিত। জাতীয় পর্যায়েও সাফল্য অর্জনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা চাই ভূঞাপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এভাবে নিজেদের পরিচিতি দেশের সর্বত্র ছড়িয়ে দিক।'
0 Comments