
আজ ৩০-০৮-২০২৫ইং
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা ও জনসম্পৃক্ততা করণে) সাভার সদর ইউনিয়ন ৪নং ওয়ার্ডে (দেওগাঁও পূর্বপাড়া, নার্সারী মাঠ ) বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক এর আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক, মোহাম্মদ আইয়ুব খান এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ আরফান আলী সাবেক সহ-সভাপতি, সাভার থানা বিএনপি
উঠান বৈঠকটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো: শওকত হোসেন খোকন সাবেক সাধারণ সম্পাদক, সাভার থানা ছাত্রদল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা যুবদল আরো উপস্থিত ছিলেন
প্রধান অতিথি হিসেবে আইয়ুব খান বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণার পর থেকে একটি কুচক্রী মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এ সময় তিনি বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ সকল নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন গণতন্ত্রের সূচনা হবে ইনশাল্লাহ। সাভার থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আরফান আলীর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে স্থানীয় নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 Comments