Header Ads Widget

২৮ বছর ধরে নিখোঁজ, গলতে থাকা হিমবাহে মিলল পাক তরুণের মরদেহ


‎পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে গলতে থাকা হিমবাহের মধ্যে পাওয়া গিয়েছে এক তরুণের মৃতদেহ। ২৮ বছর আগে তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এই তরুণের নাম নাসিরুদ্দিন।গত ৩১ জুলাই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহিস্তান এলাকার স্থানীয় কিছু বাসিন্দা লেডি মিডোর হিমবাহর কাছে এই সংরক্ষিত মৃতদেহটি আবিষ্কার করেন।


‎জানা যায়, এই হিমবাহটি ক্রমেই গলতে শুরু করেছে। এই মৃতদেহের সঙ্গে একটি পরিচয়পত্রও পাওয়া গিয়েছে আর তা থেকেই তার নাম ও তিনি কোন দেশের বাসিন্দা তা জানা গিয়েছেপুলিশ জানিয়েছে, ১৯৯৭ সালের জুন মাসে তুষারঝড়ের সময় নাসিরুদ্দিন হিমবাহের একটি ফাটলে পড়ে যান এবং নিখোঁজ হন।


‎দুই সন্তানের বাবা নাসিরুদ্দিন ১৯৯৭ সালে তার ভাই কাথিরুদ্দিনের সঙ্গে ঘোড়ায় চড়ে ভ্রমণ করছিলেন এবং সেই সময়ই তিনি একটি হিমবাহের ফাটলের মধ্যে পড়ে যান। কাথিরুদ্দিন সেসময় বেঁচে যান।ইসলামাবাদের কমস্যাটস বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের প্রধান অধ্যাপক মহম্মদ বিলালের মতে, হিমবাহের আর্দ্রতা এবং অক্সিজেনের অভাব দেহকে মমি বানিয়ে দেয়, এটিকে সংরক্ষণ করে। আফগানিস্তান সীমান্তের কাছে উত্তর পাকিস্তানের কোহিস্তান অঞ্চলে একসময় ধারাবাহিকভাবে তুষারপাত হতো। তবে এখন ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রার কারণে হিমবাহের গলন ত্বরান্বিত হয়েছে।


‎এমজে

 

Post a Comment

0 Comments